Saint Nicholas School and College

Date : 02 Aug 2022

Subject : ইউনিক আইডি প্রগঙ্গে।

২০২২ সালের ৬ষ্ঠ শ্রেণীর এবং একাদশ শ্রেণীর সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত নির্দেশনা মোতাবেক তোমাদের সকলের ইউনিক আইডি প্রস্তুত করতে হবে।
তোমরা সকলে তথ্য ফরম সংগ্রহ করে, যত্নসহকারে সব (৪ পৃষ্ঠা) তথ্য পূরণ করে এবং সাথে তোমাদের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, তোমাদের ডিজিটাল জন্মসনদ এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ১ কপি করে ফটোকপি সহকারে আগামী ৬ই আগস্টের মধ্যে শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে।

সাথে যারা ২০২১ সালে ৬ষ্ঠ - দ্বাদশ শ্রেণীতে ছিলে এবং তথ্য ফর্ম জমা দেয়নি তারাও ছবি সহকারে তথ্য ফর্ম জমা দিবে। এবং যারা জমা দিয়েছো তারা কেবলমাত্র ছবি জমা দিবে।