Notice

Date 21 Jul 2025
জুলাই গণঅভ্যুথান এর অনুষ্ঠিতব্য গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার তথ্য চিত্র এবং ভিডিওচিত্র
Date 21 Jul 2025
জুলাই গণঅভ্যুথান এর অনুষ্ঠিতব্য গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার তথ্য চিত্র এবং ভিডিওচিত্র
Date 21 Jul 2025
জুলাই গণঅভ্যুথান এর অনুষ্ঠিতব্য গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার তথ্য চিত্র এবং ভিডিওচিত্র
Date 21 Jul 2025
জুলাই গণঅভ্যুথান এর অনুষ্ঠিতব্য গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার তথ্য চিত্র এবং ভিডিওচিত্র
Date 20 Nov 2022
ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ নিবন্ধন প্রসঙ্গে।
Date 10 Nov 2022
"ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২" উদযাপন উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধন প্রসঙ্গে।
Date 30 Oct 2022
Annual Examination 2022
Date 30 Oct 2022
2nd Quiz Routine for Annual Examination
Date 13 Oct 2022
২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার সময়সূচি (সংশোধিত)
Date 29 Sep 2022
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা বার্তা
Date 14 Aug 2022
Sitting arrangement for MID TERM EXAM 2022
Date 02 Aug 2022
সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের কম্পিউটার ব্যবহারিক ক্লাসের রুটিন।
Date 02 Aug 2022
ইউনিক আইডি প্রগঙ্গে।
Date 26 Jul 2022
আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২৩' ও 'আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক ২০২৩
Date 08 May 2022
দশম শ্রেণী (পুরাতন), একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মূল্যায়ন পরীক্ষার রুটিন।
Date 27 Apr 2022
২০২২ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি
Date 23 Apr 2022
SSC 2022 সালের পরীক্ষার্থীদের বিশেষ ক্লাশ প্রসঙ্গে।
Date 26 Feb 2022
জরুরি_নোটিশ (২০২১ - ২২ শিক্ষাবর্ষের কলেজের ছাত্রদের জন্য)
Date 12 Feb 2022
কোভিড-১৯ এর ২য় ডোজের টিকা প্রদান প্রসঙ্গে।
Date 06 Feb 2022
College Admission Session 2021-22
Date 18 Jan 2022
কভিড-১৯ টিকা প্রথম ডোজ (যারা আগে নেয় নাই)
Date 16 Jan 2022
২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে।
Date 27 Dec 2021
১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রসঙ্গে।
Date 13 Dec 2021
বাস্কেটবল টুর্নামেন্টে জয়লাভ।
Date 12 Dec 2021
৫ম-১০ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও বিজয় দিবস পালন প্রসঙ্গে।
Date 24 Nov 2021
আসন বিন্যাস।
Date 22 Nov 2021
বার্ষিক পরীক্ষার সময়সূচী।
Date 16 Nov 2021
জরুরি নোটিশ।
Date 01 Nov 2021
আমাদের সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের নব নির্মিত ভবন হস্তান্তর অনুষ্ঠানের স্থির চিত্র...
Date 30 Oct 2021
সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের "সেন্ট নিকোলাস বয়েস হোস্টেল" এর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
Date 10 Oct 2021
১১/১০/২০২১ ইং হতে ২০/১০/২০২১ ইং পর্যন্ত ছুটি
Date 06 Oct 2021
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (১৯তম সপ্তাহ)
Date 05 Oct 2021
হ্যাপি টিচার্স ডে ২০২১
Date 04 Oct 2021
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচী
Date 27 Sep 2021
২০২১ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পরীক্ষার রুটিন
Date 07 Sep 2021
২০২১ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (অষ্টম সপ্তাহ)
Date 31 Aug 2021
"মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১"
Date 26 Aug 2021
২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (সপ্তম সপ্তাহ)
Date 26 Aug 2021
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (১৩তম সপ্তাহ)
Date 01 Aug 2021
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ
Date 29 Jul 2021
২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট জমাদান প্রসঙ্গে।
Date 29 Jul 2021
স্কুল-কলেজে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা
Date 19 Jul 2021
বিশেষ_জরুরি_নোটিশ SSC Candidate 2021
Date 23 May 2021
ইউনিকোড আইডি ফরম ফিলাপ
Date 20 May 2021
অনলাইন ক্লাস সম্পর্কিত
Date 19 May 2021
অনলাইন ক্লাস সম্পর্কিত
Date 17 May 2021
গুরুত্বপূর্ণ নোটিশ
Date 05 May 2021
এসএসসি পরীক্ষা–২০২১ : বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন
Date 05 May 2021
এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন
Date 05 May 2021
এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

https://lh3.googleusercontent.com/-LVUW2d7kySQ/VywfbM_-99I/AAAAAAAAAAw/YXoVdXf_TT87FnabFInhKdHr-l54DFKngCEw/w140-h140-p/School%2Blogo%2B.jpg

সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের ইতিহাস

১৯১০ খ্রীষ্টাব্দের পূর্বে নাগরীতে পুর্তুগীজ পুরোহিতদের পৃষ্টপোষকতায় এবং তৎকালীন জিলা বোর্ডের সামান্য অনুদানে একটি নিম্ন প্রাথমিক বিদ্যালয় (Lower Primary School) চালু হয় । অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেনি প্রর্যন্ত ছিল। তখন প্রধান শিক্ষক ছিলেন বাবু অনরুপ চন্দ্র রায় । তিনি এফ.এ পাশ এবং ইংলিশ টিচারশীপ উত্তীর্ণ ছিলেন।

যেহেতু একমাত্র কালীগঞ্জ ছাড়া এর আশেপাশে ১০/১৫ মাইলের মধ্যে কোন বিদ্যালয় ছিলোনা, সেহেতু স্থানীয় চার্চ কর্তৃপক্ষ এ অঞ্চলের জনগণের চাহিদা বিবেচনা করে ১৯১০ খ্রীষ্টাব্দের ১লা সেপ্টেম্বর একে নিম্ন মাধ্যমিক ইংরেজী বিদ্যালয়ে উন্নীত করেন ।

১৯১১ খ্রীষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে কোন ছাত্র ছিলনা, ৫ম শেণিতে ৫ জন, ৪র্থ শ্রেণিতে ৭ জন, ৩য় শেণিতে ১৩ জন, ২য় শ্রেণিতে ৬ জন মোট =৩১ জন । ঐ বছর প্রথম শ্রেণিতে ৫২ জন ছাত্র ভর্তি করানো হয় । যার মধ্যে স্থানীয় খ্রীষ্টান ছাত্র ছিল ৩১ জন, হিন্দু ছাত্র ছিল ৩৩ জন এবং মুসলমান ছাত্র ছিল ১৯ জন । তৎকালীন St.Nicholas Middle English School এর পরিচালক কমিটির সেক্রেটারি ছিলেন রেভাঃ ফাদার জে, জারকাতো (J, Jorqato)। ঐ সময় বিভাগীয় পরিদর্শক সাহেব মন্তব্য করেন যে, জারকাতো সাহেব হলেন অত্র প্রতিষ্ঠানের প্রাণ এবং আত্মা। তার আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষা প্রতিষ্টানটির অবস্থান একটি পূর্ণাঙ্গ হাই স্কুলের উন্নয়নের পূর্বাবস্থায় নিয়ে আসেন । সে সময় এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থা মোটেই ভালো ছিলনা । বর্ষাকালে নৌকা ছাড়া কোন যোগাযোগ ছিলনা । তবু বিদ্যালয়টির পাকা দালান ছিল এবং পয়ঃপ্রণালীর সুবন্দোবস্ত ছিলো।

১৯১২ খ্রীষ্টাব্দে ছাত্র বেতন হার ছিল ৬ষ্ঠ শ্রেণি ১ টাকা, ৫ম শ্রেণি ১৪ আনা, ৪র্থ শ্রেণি ১২ আনা, ৩য় শ্রেণি ১২ আনা, ২য় শ্রেণি ৮ আনা, ১ম শ্রেণি ৪ আনা । কিন্তু সর্বমোট বার্ষিক গড় মাসিক আদায় হতো ২০ টাকা মাত্র; অথচ মাসিক  ব্যয় হতো ৮০ টাকা। বাকী টাকা মিশন কর্তৃপক্ষ বহন করতো। এতে অত্র এলাকার দৈন্যদশা ফুটে উঠে। ১৯১৭ খ্রীষ্টাব্দে ১ম শ্রেণিতে ৬১ জন ছাত্র ছিল, তার মধ্যে ১ জন ফ্রি এবং বাকী ৬০ জনই ছিল হাফ ফ্রি। তৎকালীন বিভাগীয় পরিদর্শক আব্দুল গনি মন্তব্য করেন যে, শিক্ষার মূল্য সম্বন্ধে অনিহার কারনেই বিদ্যালয়ে উপস্থিতি কম এবং বেতন পরিশোধের অনিহা দেখা যায় । বিদ্যালয়টি প্রায় একটি দাতব্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে । তিনি আরো বলেন যে, “If the local people are adverse to pay anything for their sons education, I believe it is almost useless to give any English education to all.”

যদিও দেখা যায় ১৯১৯ খ্রীষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্র ছিলো মাত্র ৩ জন তথাপি এ অল্প সংখ্যক ছাত্রের উচ্চতর শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য মিশন কর্তৃপক্ষ Rev. Father B. D’Cunha ২রা জানুয়ারী ১৯২০ খ্রীষ্টাব্দে একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে উন্নিত করেন  এবং বাবু ধীরেন্দ্র নাথ দে বি.এ-কে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ করেন । এরপর বিদ্যালয়টির ছাত্র সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এবং সরকারী স্বীকৃত ও নির্দেশিত নিয়মে একটি পরিচালনা কমিটি গঠন করা হয় । এতে  রেভা: ফাদার বি, ডি কুনহা (ভিকার/প্রশাসক, পর্তুগীজ মিশন ) সভাপতি নির্বাচিত হন । ১৯২১ খ্রীষ্টাব্দে বিদ্যালয়টি সরকারী স্বীকৃতি লাভ করে । তখন বিদ্যালয়ের ক্লাশ বসতো শীতের দিন ১১.০০-৩.০০ পর্যন্ত এবং গরমের দিনে ভোর ৬.০০-১০.৩০ পর্যন্ত।

১৯২৩ খ্রীষ্টাব্দে সর্বপ্রথম সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ মেট্টিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন । পরীক্ষার কেন্দ্রের নাম ছিলো নারায়ণগঞ্জ । ১৩ জন পরীক্ষা দিয়েছিল এর মধ্য ৪ জন প্রথম বিভাগে এবং ৬ জন দ্বিতীয় বিভাগে পাশ করে । ১৯২৪ খ্রীষ্টাব্দে পরীক্ষা দেয় ১৬ জন । তাদের মধ্যে প্রথম বিভাগে পাশ করে ৭ জন এবং দ্বিতীয় বিভাগে পাশ করে ৬ জন । প্রথম থেকেই এ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষা এবং ছাত্রদের মধ্যে সার্বক্ষণিক ইংরেজীতে কথা বলার উপর জোর দেওয়া হয় । দেশ বিভাগের পূর্ব পর্যন্ত দেখা যায় অত্র বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য “দৈনিক আনন্দ বাজার, Hindustan  Standerd” প্রত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সেরা শিক্ষক এনে বিদ্যালয়ে শিক্ষাদানের মান উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন পর্তুগীজ মিশন কর্তৃপক্ষ । তারা তাদের অকৃত্রিম ভালোবাসার ফসল রেখে গেছেন সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ে।

এর ফলে বর্তমানে প্রতি বৎসর প্রায় শতাধিক  ছাত্র কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে উচ্চতর শিক্ষালাভের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে। এখানে অতীত দিনের মতো বর্তমানেও শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক, স্কাউটিংসহ নানাবিধ শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এখন আমাদের উচিত এ সকল সুযোগের সদ্ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলা।

Headmaster's Message

শিক্ষা জাতীয় জীবনের আলোকবর্তিকা। শিক্ষার আলো স্বাধীন চিন্তা -চেতনা ও সৃজনশীল কর্মের উদ্দিপক। জীবনমুখী শিক্ষা ধারায় সৃজনশীলতার বিকাশ ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার গুনগত মান অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার অপরিহার্য। সেন্ট নিকোলাস উচ্চ বদ্যিালযে এই জেলার একটি অন্যতম বিদ্যাপিঠ। এই স্কুলটি ছাত্রদরে একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য নিরলস চেষ্ঠা করে যাচ্ছেন। সময়ের পরিক্রমায় উন্নত প্রযুক্তির সঙ্গে পরিবর্তিত হচ্ছে এখানকার ছাত্ররা। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই স্কুলরে ছাত্ররা তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছে। প্রতিদিনের কর্মকান্ড তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে নিজেদেরকে যোগ্য প্রজন্ম হিসেবে গড়ে তুলছে। শিখন শেখানো কার্যক্রমে আই সি টি-র ব্যবহার ছাত্রীএবং শিক্ষককে আরো দক্ষ করে তুলছে। স্কুল শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি আমরা। এই চেষ্টার একটি ধাপ “ডাইনামিক ওয়েব সাইট ’’। আমরা অর্থাৎ সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় পরিবার এর মধ্য দিয়ে অনলাইন সেবা পাবে। আমাদের প্রায় 7০০ ছাত্র এবং তাদের অভিবাবক মিলে এই বৃহৎ পরিবার যে কোন তথ্য আমাদের ডাইনামিক ওয়েব সাইট ( www.saintnicholashighschool.edu.bd ) থেকে পাবেন। আমি সংশ্লিষ্ট সকলকে স্কুল এবং শিক্ষার্থী সম্পর্কীত যে কোন তথ্য জানার জন্য আমাদের ওয়েব সাইট ( www.saintnicholashighschool.edu.bd) ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমরা উত্তোরোত্তর প্রয়োজনীয় তথ্য সংযোজন করে তথ্য প্রবাহকে সচল রাখব। এই ওয়েব সাইট এর মধ্য দিয়ে পৃথিবীর যে কোন প্রান্তের মানুষ এই কলেজ সম্পর্কে জানতে পারবে এবং সংগ্রহ করতে পারবে প্রয়োজনীয় তথ্য। সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় অনলাইনএ সংযোজিত হওয়ায় সকলকে ধন্যবাদ। Read More

Chairman's Message

শিক্ষা জাতীয় জীবনের আলোকবর্তিকা। শিক্ষার আলো স্বাধীন চিন্তা -চেতনা ও সৃজনশীল কর্মের উদ্দিপক। জীবনমুখী শিক্ষা ধারায় সৃজনশীলতার বিকাশ ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার গুনগত মান অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার অপরিহার্য। সেন্ট নিকোলাস উচ্চ বদ্যিালযে এই জেলার একটি অন্যতম বিদ্যাপিঠ। এই স্কুলটি ছাত্রদরে একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য নিরলস চেষ্ঠা করে যাচ্ছেন। সময়ের পরিক্রমায় উন্নত প্রযুক্তির সঙ্গে পরিবর্তিত হচ্ছে এখানকার ছাত্ররা। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই স্কুলরে ছাত্ররা তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছে। প্রতিদিনের কর্মকান্ড তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে নিজেদেরকে যোগ্য প্রজন্ম হিসেবে গড়ে তুলছে। শিখন শেখানো কার্যক্রমে আই সি টি-র ব্যবহার ছাত্রীএবং শিক্ষককে আরো দক্ষ করে তুলছে। স্কুল শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি আমরা। এই চেষ্টার একটি ধাপ “ডাইনামিক ওয়েব সাইট ’’। আমরা অর্থাৎ সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় পরিবার এর মধ্য দিয়ে অনলাইন সেবা পাবে। আমাদের প্রায় 7০০ ছাত্র এবং তাদের অভিবাবক মিলে এই বৃহৎ পরিবার যে কোন তথ্য আমাদের ডাইনামিক ওয়েব সাইট ( www.saintnicholashighschool.edu.bd ) থেকে পাবেন। আমি সংশ্লিষ্ট সকলকে স্কুল এবং শিক্ষার্থী সম্পর্কীত যে কোন তথ্য জানার জন্য আমাদের ওয়েব সাইট ( www.saintnicholashighschool.edu.bd) ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমরা উত্তোরোত্তর প্রয়োজনীয় তথ্য সংযোজন করে তথ্য প্রবাহকে সচল রাখব। এই ওয়েব সাইট এর মধ্য দিয়ে পৃথিবীর যে কোন প্রান্তের মানুষ এই কলেজ সম্পর্কে জানতে পারবে এবং সংগ্রহ করতে পারবে প্রয়োজনীয় তথ্য। সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় অনলাইনএ সংযোজিত হওয়ায় সকলকে ধন্যবাদ। Read More