Saint Nicholas School and College

Date : 20 Nov 2022

Subject : ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ নিবন্ধন প্রসঙ্গে।

"ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২" নিবন্ধন প্রসঙ্গে।

সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের সকল ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি।

যারা ""ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২" এ অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই ২০/১১/২০২২ খ্রি হতে ২৬/১১/২০২২ খ্রিঃ এর মধ্যে নিবন্ধন করে নিবে।
নিবন্ধন করতে হলে- https://quiz.digitalbangladesh.gov.bd/registration এই লিংকে প্রবেশ করে তোমাদের বয়স অনুযায়ী (ক,খ,গ) বিভাগ হতে রেজিস্ট্রেশন করে নিবে।

যারা অংশগ্রহণ করতে পারবেঃ

বয়স অনুযায়ী নিম্নোক্ত তিনটি গ্রুপে ৮-তদুর্ধ্ব বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশগ্রহণ করতে পারবে

- গ্রুপ কঃ ৮-১২ বছর
- গ্রুপ খঃ ১৩-১৮ বছর
- গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর

নিবন্ধনঃ
২৬ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (quiz.digitalbangladesh.gov.bd) নিবন্ধন করা যাবে। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে এখনি নিবন্ধন নিশ্চিত করে ও প্রোফাইল আপডেট করে বলা হলো।

কুইজ প্রতিযোগিতার সময়
- গ্রুপ কঃ ২৯ নভেম্বর
- গ্রুপ খঃ ০১ ডিসেম্বর
- গ্রুপ গঃ ০২ ডিসেম্বর
উল্লেখিত তারিখে সন্ধ্যা ৭.০০টা থেকে রাত ৮.০০টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে।

For Details

Click Here....