Call: 01795237260
অধ্যায় ১
৮৯. মোবাইল টেলিফোন দিয়ে করা যায়—
i. ট্রেনের টিকিট কাটা
ii. বেড়াতে যাওয়া
iii. সরকারি নানা সেবা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯০. ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে যা করণীয়—
i. কর্মসংস্থান হ্রাস
ii. দক্ষ জনশক্তি তৈরি
iii. জনসাধারনের অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯১ ও ৯২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাবীব স্যার ক্লাসে একুশ শতক ও তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়াচ্ছিলেন। তিনি একুশ শতাব্দীতে আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।
ক. জ্ঞান
খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
গ. অর্থ
ঘ. সৃজনশীলতা
৯২. হাবীব স্যার কোন বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন—
i. Information Technology
ii. Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৩. শাসনব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
ক. ডিজিটাল অবস্থা
গ. ই-গভর্ন্যান্স
গ. সুশাসন
ঘ. ইলেকট্রনিক পদ্ধতি
৯৪. ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়?
ক. অ্যানালগ পদ্ধতির প্রয়োগ
খ. শাসনব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ
গ. আধুনিক পদ্ধতি গ্রহণ
ঘ. চিকিৎসাসেবা প্রদান
৯৫. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটির বেশি ব্যবহার দেখা যায়?
ক. মোবাইল ফোন খ. ফেসবুক
গ. চিঠি ঘ. টেলিভিশন
ক. ২-৪ খ. ২-৫
গ. ১০ ঘ. ১৫
৯৭. বর্তমানে দেশের সকল জমি রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায়—
i. অনলাইনে
ii. ই–সেবার অধীনে
iii. যেকোনো স্থান থেকে ফি জমা দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৮. নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?
ক. ই-লার্নিং
খ. আইন প্রণয়ন
গ. ই–গভর্ন্যান্স
ঘ. সামাজিক দায়বদ্ধতা
সঠিক উত্তর
অধ্যায় ১: ৮৯. খ ৯০. গ ৯১. খ ৯২. গ
৯৩. গ ৯৪. খ ৯৫. ক ৯৬. খ ৯৭. ঘ ৯৮. গ