Saint Nicholas School and College

Date : 05 May 2021

Subject : এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

২৩. বিদ্রোহী শ্রোতা কোথায় বসে আছে?

ক. টঙ্গীতে খ. রমনায়

গ. রেসকোর্সে ঘ. রাজপথে

২৪. কালের আবর্তে রেসকোর্স ময়দানের এখনকার নাম কী?

ক. বঙ্গবন্ধু ময়দান

খ. সোহরাওয়ার্দী উদ্যান

গ. স্বাধীনতা উদ্যান

ঘ. ইয়াহিয়া ময়দান

২৫. ‘আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে’— চরণে উল্লিখিত পাতাকুড়ানিরা সমাজ বাস্তবতায় এখন কী নামে পরিচিত?

ক. টোকাই খ. ছিন্নমূল

গ. পথশিশু ঘ. অনাথ শিশু

২৬. কবিতায় বর্ণিত গণসূর্যের মঞ্চের সঙ্গে তুলনা করা যায়—

i. জাতীয় স্মৃতিসৌধের

ii. জাতীয় পতাকার

iii. অপরাজেয় বাংলার

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii ও iii

গ. iii ঘ. i, ii ও iii

২৭. বঙ্গবন্ধুর অমর ঘোষণার মাধ্যমে কী প্রকাশিত হয়েছে?

ক. পাকিস্তানিদের শৃঙ্খল থেকে মুক্তি

খ. মুক্তিযুদ্ধের শুরু

গ. নতুন দেশের জন্ম

ঘ. যুদ্ধের আহ্বান

২৮. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কবি কী প্রকাশ করেছেন?

ক. সামাজিক জীবন খ. ধর্মীয় চেতনা

গ. প্রতিবাদী চেতনা ঘ. জীবনচরিত

সঠিক উত্তর

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো:

২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. ঘ ২৭. ক ২৮. গ

For Details

Click Here....