Date : 19 Jul 2021
Subject : বিশেষ_জরুরি_নোটিশ SSC Candidate 2021
সম্মানিত অভিভাবকগন এবং প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে (১৯/০৭/২০২১ ইং) এসএসসি ২০২১ এর পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে আগামী ০৩ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বোর্ড কর্তৃক প্রদান করা হয়েছে এবং আমরা আজকে অনেক শিক্ষার্থীদের প্রিন্ট কপি দিয়ে দিয়েছি।
অনেকেই ঈদ উল আযহা এর কারনে স্কুলে এসে নিতে পারবেন না অথবা যারা অনেক দূরে থাকেন এবং একই সময়ে ঈদ এর ছুটি (২০ শে জুলাই - ২২ শে জুলাই পর্যন্ত) এবং কঠোর লকডাউন ২৩ রা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ থাকার কারনে আমরা অনলাইনে বোর্ড কর্তৃক প্রদান করা পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে অ্যাসাইনমেন্ট টি সকলের সুবিধার্থে দিয়ে দিচ্ছি।
দয়া করে সকলে এই অ্যাসাইনমেন্ট গুলি সময় নিয়ে সুন্দর করে A4 (at least 80gsm) কাগজে লিখে এবং আমরা অ্যাসাইনমেন্ট জমা নেবার সময় একটি কাভার পৃষ্ঠা দিবো; সেখানে শিক্ষার্থীদের যাতে ভুল না হয় সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষে শিক্ষার্থীদের স্কুলে এসে (অবশ্যই লকডাউন শিথিল বা বন্ধ হলে) আমাদের সম্মানিত শিক্ষক/শিক্ষিকাদের সহযোগিতায় পৃষ্ঠা টি পূরণ করানো হবে।
বি. দ্রিঃ অবশ্যই এবং অবশ্যই সকল বোর্ড কর্তৃক প্রদানকৃত অ্যাসাইনমেন্ট গুলি যত্নসহকারে পরিষ্কার পরিছন্নভাবে লিখবেন এবং যত্নসহকারে সংরক্ষণ করবেন।
কারন এই অ্যাসাইনমেন্ট গুলি সরাসরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড, ঢাকা তে প্রেরণ করা হবে।
উল্লেখ্য যে, এইখানে সায়েন্স, কমার্স এবং আর্টস সকল বিভাগের অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে, যে যেই বিভাগে অধ্যয়ন কর তারা কেবল ঐ বিষয়ের উত্তরপত্র জমা দিবে।
সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ।